মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা।
এমন পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে বুলগেরিয়া। দেশটির গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। -বিবিসি
বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, তাঁর দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে পারে। প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন, ‘বুলগেরিয়া বৈধভাবে দাবি করতে পারে যে, এ দেশ এ ধরনের আলোচনার উপযুক্ত স্থান। তবে তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করা উচিত হবে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং আমাদের একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় সমাধান, একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় পদ্ধতি বের করার চেষ্টা করা উচিত’, যোগ করেন রাদেভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।