Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:১৩ পিএম

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে কিংবা দুমড়েমুচড়ে যাওয়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২ টায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বেশিরভাগ ভুক্তভোগী উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। সোফিয়ায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তাও রয়েছেন ভুক্তভোগীদের মধ্যে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক। তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল।

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে আগুন লেগে ৯ জনের মৃত্যুর পরদিনই ভয়াবহ এই দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ