Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, অতিমাত্রায় দুর্নীতি, ঘুষ এবং মুদ্রা পাচার চলছে : গয়েশ্বর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ২:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু ব্যয় বাড়ছে। অতিমাত্রায় দুর্নীতি, ঘুষ এবং মুদ্রা পাচার চলছে। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য লাগামহীনভাবে বাড়ছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ঘুষ দুর্নীতি বন্ধ করার একটি মাত্র পথ হলো এই সরকারের পতন। এই অনিবার্য পতনটি নিশ্চিত করতে হবে আজকের ছাত্র সমাজের। অতীতে এই দেশে ছাত্র সমাজ অনেক পরিবর্তন ঘটিয়েছে, অনেক বিপ্লব করেছে। সুতরাং আপনাদের সংগঠিত হয়ে রাস্তায় নামতে হবে। তিনি বলেন, আপনারা ১৯৭২ থেকে ৭৫ সময়টা দেখেননি। তখনকার চেয়ে এখনকার অবস্থা আরও ভয়াবহ। তখন এতটা পুলিশি তাণ্ডব ছিল না। রক্ষীবাহিনীর তাণ্ডব ছিল। তারপরও আমরা তাদেরকে প্রতিহত করতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গয়েশ্বর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ