মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্দিষ্ট পণ্য ও কাঁচামাল রফতানি নিষিদ্ধের এক ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ওই ডিক্রিতে লক্ষ্য হিসেবে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা এবং শিল্পের নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা’। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পণ্যের তালিকা এবং কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নির্ধারণ করবে রাশিয়ার মন্ত্রিসভা। ২০২২ সালের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই কাঁচামাল রফতানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও গ্যাস আমদানি তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে। আর যুক্তরাজ্য জানিয়েছে তারা ধাপে ধাপে রুশ তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে। রাশিয়ার নতুন পদক্ষেপে পণ্য বাজারে নতুন অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিপুল তেল রফতানির পাশাপাশি রাশিয়া বিশ্বজুড়ে শস্য এবং ধাতু সরবরাহ করে থাকে। বিশ্বের প্যালাডিয়ামের ৪০ শতাংশের যোগানদাতা রাশিয়া। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।