Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বাগাতিপাড়ায় দলিল লেখক সমিতি নিয়ে সংঘর্ষ

সংসদ-সদস্য বকুলপন্থি ১০ নেতাকর্মী কারাগারে

বাগাতিপাড়া(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৩:১১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় দলিল লেখক সমিতি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার মামলায় স্থানীয় সংসদ-সদস্য শহিদুল ইসলাম বকুলের অনুসারী ১০ নেতাকর্মীকে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছে নাটোরের আদালত। জানা গেছে, ২৩ জানুয়ারি বেলা ১২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দলিল লেখকদের কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় সাবেক এমপি এ্যাড. আবুল কালাম আজাদ অনুসারী দলিল লেখক ও বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সরকার স্থানীয় সংসদ-সদস্য শহিদুল ইসলাম বকুলের অনুসারী ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তের মধ্যে মাহতাব, সোহান ও ফারুক হোসেন নামে তিনজনকে ঘটনার পরপরই পুলিশ আটক করে। বর্তমানে তারা জামিনে রয়েছে। বাকি ১০ জনের মধ্যে চারজন উচ্চ আদালত থেকে জামিনে এবং ছয়জন চার সপ্তাহের জন্য তাদের আটকে নিষেধাজ্ঞা নিয়ে আসে। নিষেধাজ্ঞা ও জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার তারা নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হকের আদালতে স্থায়ী জামিনের জন্য হাজির হন। আদালতের বিচারক এ সময় স্থানীয় সংসদ-সদস্যের অনুসারী বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্ব›দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মুর সুলতান, উপজেলা ছাত্রলীগের সম্পাদক শহিদুল হক মোল্লা, দলিল লেখক সমিতির সম্পাদক আনিসুর রহমান, সৌরভ, রুবেল হোসেন, সোহান, তৌফিক, আতিকুর রহমান আতিক, মোফাসসের হোসেন রান্টু ও সোহেল রানাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ