Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শ্রীপুরে রাজু হত্যা ঘটনায় ২৪ জনের নামে মামলা

মশিয়ার চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১:৪২ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে কলেজ ছাত্র রাজু হত্যার ঘটনায় ২৪ জনের নামে মামলা দায়ের হয়েছে। নিহত রাজুর পিতা আখতার শেখ বাদী হয়ে মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানসহ ৪ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। উল্লেখ্য, শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ ও বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাস এর সমর্থকদের মাদরাসা পরিচালনা পরিষদের নির্বাচন ও প্রতিহিংসার রেশ ধরে সোমবার রাতে রাজু আহম্মেদ (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত রাজু ওই গ্রামের আক্তার শেখের পুত্র।

নিহত রাজু আহম্মেদের বোন সানজিদা খাতুন পাপিয়া বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের সমর্থক ফারুক, সুমন, দাউদ, বাসি বিশ্বাস, আশরাফুল, হেলাল, নাজমুল, তার পিতা আক্তার শেখের উপর আক্রমণ চালায়। এসময় আমার ছোট ভাই রাজু ঠেকাতে গেলে ফারুক কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথেই রাত সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দারিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি চলে আসছিল। এরই রেষ ধরে গত শনিবার দুপুরে তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সংঘর্ষের রেষ ধরেই উক্ত যুবককে নৃশংসভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় জানমালের নিরাপত্তা রক্ষা ও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় সোমবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার মামলার হুকুমের আসামী শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করে পুলিশ। অন্যন্য আটককৃতরা হলো জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ