মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈদেশিক মুদ্রার আমানত থেকে অর্থ উত্তোলনের নতুন পদ্ধতি চালু করেছে ব্যাংক অব রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি চলতি বছরের ৯ মার্চ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রার আমানত থেকে অর্থ উত্তোলনে নতুন পদ্ধতি ঘোষণা করেছে। বুধবার সংবাদমাধ্যম সিএনএন নিউজ রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ-এর বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে।
তবে নতুন এই পদ্ধতিতে এক বারে কেবল ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উত্তোলন করা যাবে।
ব্যাংক অব রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদ্ধতিতে চলতি বছরের ৯ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো গ্রাহক বিদেশি মুদ্রার আমানত বা ব্যক্তিগত অ্যাকাউন্ট অর্থ উত্তোলন করতে পারবেন। তবে একজন গ্রাহক এক বারে কেবল ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত তুলতে পারবেন নগদ। বাকি অর্থ যেদিন বাজারে রুবলের দর অনুসারে রুবলেই প্রদান করা হবে।’
উল্লেখ্য, বর্তমানে ১ রাশিয়ান রুবল সমান ০.০৭৮ মার্কিন ডলার। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।