Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুবদল নেতা আরমানকে তুলে নেওয়ার অভিযোগ করলেন রিজভী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১:০২ পিএম

যুবদলের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাবেক সহ-সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, রোববার কাশিমপুর কারাফটক থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হলেও এখনও স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রোববার তিনি কাশিমপুর কারাগার-১ থেকে মুক্তি লাভ করে জেল গেটে বের হলেই সাদা পোশাকে একদল লোক প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এখনো তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে কোনো থানায় হস্তান্তর বা তাকে আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রিজভী বলেন, আরমান হোসেন আইনশৃঙ্কলাবহিনীর হাতেই রয়েছেন। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ