Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তেলের দাম ১৩ বছরের রেকর্ড ভাঙল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম ছাড়িয়ে গেছে ১৩ বছরের রেকর্ড। ২০০৮ সালের পরে তেলের দাম কখনোই এতটা বাড়েনি। গতকাল সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়ায় ১৩৯ দশমিক ১৩ ডলারে। এদিকে একের পর এক রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হলেও, জ্বালানি তেলের ওপরে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বিশ্লেষণ থেকে দেখা যায়, রাশিয়ার ওপরে অবরোধ দেওয়া হলে তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এতে করে তেলের দাম রেকর্ড পরিমাণে গিয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০৮ সালের জুলাই মাসে জ্বালানি তেলের দাম গিয়ে দাঁড়িয়েছিল ১৪৭ দশমিক ৫০ ডলারে। যা এ যাবকালের মধ্যে সর্বোচ্চ।

পরিসংখ্যান থেকে দেখা যায়, চলমান সংকটে গত সপ্তাহেই তেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোববার আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে গত সপ্তাহজুড়ে পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আরএসি জানিয়েছে, যুক্তরাজ্যে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১ পাউন্ড ৫০ পেনি বেড়েছে।

কেবল তেলের দামই নয়, যুদ্ধের প্রভাবে বেড়েছে গ্যাসের দামও। যুক্তরাজ্যে বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল তিন হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। রাশিয়া থেকে সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ