Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

নেটফ্লিক্স স্থগিত
ইনকিলাব ডেস্ক : তুমুল জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং পরিষেবা ‘নেটফ্লিক্স’। বিশ্বের বহু মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছবি দেখতে পারেন। মূলত ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানকার পরিস্থিতি বিবেচনায় আমাদের পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। দেশটিতে নেটফ্লিক্স গ্রাহকদের বর্তমান অ্যাকান্টগুলোর কী হবে, আর রাশিয়ায় কবে নাগাদ আবারও তাদের কার্যক্রম শুরু করবে এ নিয়ে কিছু স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সিএনএন, রয়টার্স।


লেনদেন বন্ধ
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি। এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণমাত্রায় বা শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছে। আল-জাজিরা।


দামেস্কে নিহত ২
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত দুই জন নিহত হয়েছে। এসময় ইসরাইলি হামলা মোকাবেলায় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। রিপোর্টে ওই হামলাকে ‘ইসরাইলি আগ্রাসন’ বলে আখ্যায়িত করা হয়। সিরিয়ার সেনারা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টায় ওই হামলা চালানো হয়। ইসরাইল অনেকগুলো মিসাইল ছুঁড়লেও তার বেশিরভাগই আকাশে ধ্বংস করার দাবি করেছে সিরিয়া। সানা।


যুদ্ধবিরোধী বক্তব্যে
ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিরোধী বক্তব্য দেয়ায় এক খ্রিস্টান ধর্মযাজককে গ্রেপ্তার করেছে রাশিয়া। সোমবার তাকে আদালতে হাজির করা হয়। বিবিসি রাশিয়ার সাংবাদিক অ্যান্দ্রে জাখারোভ জানান, গ্রেপ্তার হওয়া ওই ধর্মযাজকের নাম ফাদার ইয়োন বুরদিন। তিনি কারাবানোভো নামক এক গ্রামে আয়োজন করা ছোট একটি ধর্মসভায় যুদ্ধবিরোধী বক্তব্য দিয়েছিলেন। এরপরই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে রুশ পুলিশ। জানা গেছে, তিনি তার বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের সমালোচনা করেছেন। স্থানীয়দের কাছে ইউক্রেনের শহরগুলোতে যে হামলা হচ্ছে তার বর্ণনা দিচ্ছিলেন তিনি। বিবিসি।


ভাড়াটে যোদ্ধা
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা আনছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইউক্রেনের শহরগুলোতে রাস্তায় রাস্তায় যুদ্ধ করতে গিয়ে চাপে পড়ছে রুশ সেনারা। এ ধরনের যুদ্ধে প্রতিরোধকারী পক্ষ সুবিধাজনক অবস্থানে থাকায়, রুশ সেনারা খুব সুবিধা করতে পারছে না। তাই শহুরে যুদ্ধে দক্ষ সিরিয়ান যোদ্ধাদের নিয়ে আসছে মস্কো। মার্কিন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। এখন পর্যন্ত কতজন সিরিয় যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে রাজি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ