Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কালীগঞ্জে ট্রাক ভর্তি চোরাই সিমেন্টসহ গ্রেফতার ৫

কালীগঞ্জ, (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৫:০২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডের সেভেন রিংস সিমেন্টের ডিলার মেসার্স হাজী রফিউদ্দিন এন্ড সন্স এর ৪৫০ বস্তা চুরি হওয়া সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ পুলিশ রোববার রাতে যশোরের খাজুরা বাসস্টান্ড থেকে ট্রাকসহ ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করে। এসময় চোর চক্রের পাঁচজনকেও আটক করে।
সোমবার (৭ মার্চ) সকালে কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) আবুল বাশার এসব তথ্য জানান। কোম্পানীর ডিলার কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডের মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স। ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কোম্পানীর কারখানা থেকে ট্রাকে ৪৫০ বস্তা সিমেন্ট ভর্তি ট্রাক ডিওসহ রওনা দেয়। সময় মত কালীগঞ্জে সিমেন্ট না পৌছানোই চালকের কাছে ফোন দেন। এসময় তার ফোন বন্ধ পাওয়ায় কোম্পানী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যথাসময়ে সিমেন্ট ভর্তি ট্রাক ছেড়ে গেছে। এরপর ৫ মার্চ সেভেন রিংস ডিলারের পক্ষ থেকে কোম্পানীর টেরিটরি সেলস অফিসার সেরাজুল বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। এই মামলার দায়িত্ব দেওয়া হয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে। এরপর ৬ মার্চ রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের খাজুরা বাসস্টান্ড থেকে ট্রাকসহ ৫ জনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের একই জেলার বাঘারপাড়ার তেলকুপ বাজার থেকে সিমেন্ট উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ