Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : পুতিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১১:৩৯ এএম

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
পুতিন বলেছেন, যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ তা আসেনি।
পুতিন আরও বলেন, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করার জন্য অন্য কোনো শক্তির যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সামরিক সংঘাতের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ ইউরোপ ও বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই ঘোষণার অনুরোধ জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট নো-ফ্লাই জোনের জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করে। কারণ, এটি ইউক্রেনের বাইরে যুদ্ধকে আরও বিস্তৃত করবে এবং রাশিয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাবে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ