প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ফ্র্যাঙ্ক বুলিট চরিত্রটি নিয়ে স্টিভেন স্পিলবার্গ একটি মৌলিক ফিল্ম নির্মাণ করবেন। ১৯৬৮’র কাল্ট ক্লাসিক ‘বুলিট’ ফিল্মে সান ফ্রান্সিস্কোর পুলিশ সদস্য ফ্র্যাঙ্ক বুলিটের ভূমিকায় অভিনয় করে স্টিভ ম্যাকুইন অমর হয়ে আছেন। নতুন ফিল্মটির চিত্রনাট্য লিখবেন জশ সিঙ্গার। স্পিলবার্গের সঙ্গে ফিল্মটি প্রযোজনা করবেন ক্রিস্টি ম্যাকোস্কো। ম্যাকুইনের ছেলে চ্যাড ম্যাকুইন এবং নাতনী মলি ম্যাকুইন নির্বাহী প্রযোজনা করবেন। ম্যাকুইন এস্টেটের সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলাপের পর স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে। জানা গেছে এটি কোনও রিমেক নয় বরং নতুন কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ‘বুলিট’-এর মূল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স নতুন ফিল্মটিও পরিবেশনা করবে। ১৯৬৮’র ‘বুলিট’ নির্মিত হয়েছিল ১৯৬৩’র ‘মিউট উইটনেস’ উপন্যাস অবলম্বনে। পিটার ইয়েটস পরিচালিত ‘বুলিট’ ফিল্মে গাড়ির ধাওয়ার দৃশ্য এখন পর্যন্ত অনুকরণীয় হয়ে আছে। ম্যাকুইন ফিল্মে নিজেই পরিবর্ধিত ফোর্ড মাসট্যাং গাড়ি চালিয়েছিলেন। ফিল।মটি সম্পাদনার জন্য অস্কার জয় করে এবং শব্দগ্রহণ বিভাগে মনোনয়ন লাভ করে। এখনও চিত্রনাট্য চূড়ান্ত হয়নি, চুক্তিও হয়নি। স্পিলবার্গের গত বছরের ফিল্ম ‘ওয়েস্ট সাইড স্টোরি’ গোল্ডেন গ্লোবসে সাফল্যের পর একাধিক অস্কার মনোনয়ন পেয়েছে। এই বছর তার পরিচালনায় ‘দ্য ফেবেলম্যান্স’ মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।