প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্সের জনপ্রিয় ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত দুই ভাই ম্যাট এবং রস ডাফারের সঙ্গে স্টিফেন কিংয়ের উপন্যাস ‘দ্য টালিসমান’ নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। পিটার স্ট্রবের সঙ্গে যৌথভাবে রচিত ‘দ্য টালিসমান’ ১৯৮৪ সালে প্রকাশিত হয়। জানা গেছে উপন্যাসটির ওপর ভিত্তি করে স্ট্রিমার নেটফ্লিক্সের জন্য একটি সিরিজ নির্মাণ করা হবে। কিংয়ের কাজ দিয়ে অনুপ্রাণিত ‘স্ট্রেঞ্জার থিংস’ নির্মাতা ডাফার ভাইরা সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। নিটফ্লিক্স স্পিলবার্গের অ্যাম্বলিন টেলিভিশন এবং প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওসের সঙ্গে যৌথ প্রযোজনা করবে। ‘দ্য টালিসমান’ জ্যাক সইয়ার নামে এক ১২ বছর বয়সী কিশোরের গল্প যে টালিসমান নামে একটি অলৌকিক ক্ষমতাসম্পন্ন স্ফটিকের খোঁজে বের হয় যেটি তা মৃত্যুপথযাত্রী মাকে রক্ষার একমাত্র উপায়। এই কাহিনীর পটভূমি দুটি একটি বর্তমান যুক্তরাষ্ট্র আরেকটি দ্য টেরিটরিজ নামে একটি মায়ার জগত। ঔপন্যাসিক কিং নিজে ডাফার ভাইদের সঙ্গে নির্বাহী প্রযোজনা করবেন। ‘দ্য টালিসমান’ উপন্যাসের ভিত্তিতে এর আগে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে এছাড়া গ্রাফিক নভেলরূপেও এটি প্রকাশিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।