প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে তার বিড়ে ওঠা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। অনির্ধারিত নামের চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী মিশেল উইলিয়ামসের সঙ্গে আলাপ চলছে। স্পিলবার্গের ‘ম্যুনিক’ ও ‘লিংকন’ ফিল্ম দুটির সহযোগী টোনি কুশনারকে তার সঙ্গে চিত্রনাট্য লেখার দায়িত্ব দেয়া হয়েছে। কিশোর ও তরুণ স্পিলবার্গের ভূমিকায় অভিনয়ের জন্য বিভিন্ন বয়সের কয়েকজন অভিনেতার স্ক্রিন টেস্ট নেয়া হচ্ছে। কাহিনীর কোনও আভাস দেয়া হয়নি, তবে জানান হয়েছে কেন্দ্রীয় চরিত্রটির নাম স্টিভেন হবে না। স্পিলবার্গের মতই প্রধান চরিত্রের বাস হবে অ্যারিজোনার ফিনিক্সে। কাহিনীর ব্যাপ্তি হবে পঞ্চাশের দশক থেকে ষাটের দশক। চরিত্রের সঙ্গে তার বাবা-মায়ের সম্পর্ক বিশেষ করে প্রাধান্য পাবে ড্রামা ধারার ফিল্মটিতে। নির্মাতার তথ্যের ভিত্তিতে থেকে সূত্র জানিয়েছে কাহিনীর ভিত্তি হালকাভাবে স্টিভেন স্পিলবার্গের কৈশোর। সামনের গ্রীষ্মে নির্মাণ শুরু হবে। মুক্তি পাবে ২০২২ সালে। উইলিয়ামস মূল চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। ডজনখানের শিশুকিশোরের চরিত্র থাকবে যার দুটি হবে প্রধান। স্পিলবার্গের আগামী ফিল্ম ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ডিসেম্বরের ১০ তারিখে মুক্তি পাবে। চলচ্চিত্র টিতে টোনি ও মারিয়ার ভূমিকায় অভিনয় করেছেন অ্যানসেল এলগর্ট এবং রেচেল জেগলার; এতে আরও অভিনয় করেছেন আরিয়ানা ডিবোস, ডেভিড আলভারেজ, মাইক ফাইস্ট, কোরি স্টল, রিটা মোরেনো এবং কার্টিস কুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।