মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাইবার হামলা
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার মধ্যে ইউরোপের একাধিক দেশে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এর ফলে জার্মান, ফ্রান্স, হাঙ্গেরি, ইটালি, পোল্যান্ড সহ বিভিন্ন দেশের বড় বড় এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এতে ব্যবসা বাণিজ্যসহ সার্বিক যোগাযোগে বিঘ্ন ঘটেছে। তবে কি কারণে এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন- সে প্রশ্নের ব্যাখ্যায় আমেরিকার স্যাটেলাইট অপারেটররা বলছেন, এর নেপথ্যে রয়েছে রাশিয়ার একের পর এক সাইবার হামলা। রয়টার্স।
বোমারু বিমান
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে রুশ অভিযানের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চল দিয়ে উড়ে গেলো বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস মার্কিন বোমারু বিমান। নিজেদের ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে জার্মানি ও রোমানিয়ার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয় যুক্তরাষ্ট্র। ইউরোপের মার্কিন বিমানবাহিনী বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বিমানবাহিনীর সবচেয়ে বড় কৌশলগত বোমারু বিমানগুলো ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স স্টেশন (আরএএফ) ফেয়ার ফোর্ড থেকে উড্ডয়ন করা হয়। মার্কিন বোমারু বিমানটি রোমানিয়াতে অবস্থান নেয়। সেখানে বোমারু টাস্ক ফোর্স (বিটিএফ) মিশনে অংশ নেয়। সিএনএন।
আশ্রয় দিচ্ছে ব্রাজিল
ইনকিলাব ডেস্ক : রুশ সামরিক অভিযানের কারণে ইউক্রেনের শরণার্থীদের মানবিক ভিসা দিতে যাচ্ছে ব্রাজিল। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। এর ফলে ব্রাজিলে প্রবেশের পাশাপাশি দেশটিতে কাজের সুযোগ পাবেন ইউক্রেনীয় শরণার্থীরা। আবেদনকারীরা ব্রাজিলে প্রবেশের ৯০ দিনের মধ্যে ১৮০ দিনের জন্য একটি অস্থায়ী ভিসা পেতে আবেদন করতে হবে। পরবর্তীতে দুই বছরের জন্য ওই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। তারপরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ থাকছে। সিএনএন।
তিন অধিনায়ক নিহত
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের শত্রুপক্ষের খুব কাছাকাছি যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছে বলে পশ্চিমা দেশের কর্মকর্তারা বলছেন। তাদের উদ্ধৃত করে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানাচ্ছেন, রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডারও নিহত হন। রুশ বাহিনীর কোন কোন অধিনায়ক সৈন্য নিয়ে রণক্ষেত্রের অনেকখানি সামনে চলে গিয়েছেন। তাদের লক্ষ্য আরও বেশি ইউক্রেনিয়ান এলাকা দখল করা। বিবিসি বাংলা।
রাতে গ্রেফতারে বারণ
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের শীর্ষ আদালত রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেফতার করতে বারণ করেছে। ইসরাইলের সুপ্রিমকোর্ট দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে। ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থার পিটিশনের রায়ে ওই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিশুদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে ধরে আনার ব্যাপারেও ইসরাইলি সেনাদের সতর্ক করা হয়েছে। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।