মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গণগ্রেপ্তারের মধ্যেও রুশ প্রেসিডেন্ট পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রুশ বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর পথে নেমে এসেছেন পৃথিবীর বহু শান্তিকামী মানুষ। তারা হাতে ‘আমরা যুদ্ধ চাই না’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে তেল আবিব, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশের রুশ দূতাবাসের সামনে এবং জনসমাগমস্থলে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার শান্তিকামী মানুষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা। ইউক্রেনে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।