মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে রাশিয়ায় হাজার হাজার মানুষ একাধিক শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। রাশিয়ার বৃহত্তম দুই শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হাজার হাজার বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে। তারা ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। প্ল্যাকার্ডে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলের সাইবেরিয়াতেও বিক্ষোভ হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। বিবিসি বলেছে, এক হাজার আট শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মস্কোতে বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে দাঙ্গা পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডের পাশাপাশি ফুল হাতে রাস্তায় নেমেছে। তারা স্লােগান দিয়েছে, যুদ্ধ নয় শান্তি চায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে। বিক্ষোভে নারী-পুরুষ উভয়ে অংশ নিয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।