Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াতে পণ্য বিক্রি বন্ধ করল নাইকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৬:৫৬ পিএম

অনলাইনে বা অ্যাপের মাধ্যমে বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকির পণ্য কিনতে পারছেন না রাশিয়ার ক্রেতারা। ইউক্রেনে রুশ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।

রাশিয়া থেকে যাঁরা নাইকির ওয়েবসাইটে ঢুকছেন, তাঁরা একটি নোটিশ দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে—রাশিয়ায় নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে ক্রেতাদের নাইকির নিকটস্থ রিটেইল শপে যেতে বলা হচ্ছে।

ইউক্রেনের পার্লামেন্টের সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, নাইকি, অ্যাপল ও অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা।

‘প্রাইভেট কোম্পানিগুলো কীভাবে রাশিয়াকে বর্জন করতে পারে, এটি তার বড় উদাহরণ’, লিখেছেন ভাসিলেঙ্কো।

অন্যদিকে, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন। এ দুটি দেশের খেলোয়াড়েরা কোনো আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ