Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের অনুরোধে ইউক্রেনে হামলা পিছিয়ে দেয় রাশিয়া?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৪:১৮ পিএম

পশ্চিমা দেশগুলির গোয়েন্দা রিপোর্ট হলো, রাশিয়াকে চীনের অনুরোধ ছিল, উইন্টার অলিম্পিক শেষ হওয়ার পরে যেন ইউক্রেনে হামলা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের কর্মকর্তারা রাশিয়ার কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন, বেইজিং উইন্টার অলিম্পিক শেষ হওয়ার পরে যেন ইউক্রেনে হামলা করে মস্কো। গেমস চলার সময় যেন এই হামলা না হয়। এই রিপোর্টের সূত্র পশ্চিমা দেশগুলির গোয়েন্দা রিপোর্ট। বাইডেন প্রশাসন ও পশ্চিমা দেশগুলির কর্মকর্তাদের সূত্র নিউ ইয়র্ক টাইমসকে এই কথা জানিয়েছে বলে দাবি করা হয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করবে, তা চীনের সরকারি কর্মকর্তারা জানতেন। যারা এই গোয়েন্দা রিপোর্টের পর্যালোচনা করেছিলেন, তারা এই তথ্যকে বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন। এই রিপোর্ট আমেরিকার শরিক দেশগুলিকেও দেয়া হয়েছিল। এই গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল কর্মকর্তারা জানিয়েছেন, এটা মনে করা ঠিক হবে না, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় ইউক্রেন আক্রমণের প্রসঙ্গ এসেছিল।

গত ৪ ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক শুরু হওয়ার দিন পুতিন-শি শীর্ষবৈঠক হয়। দুই নেতাই বলেন, পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে তারা সহযোগিতার ভিত্তিতে চলবেন। পাঁচ হাজার শব্দের নথিতে বলা হয়েছিল, দুই দেশের সহযোগিতার কোনো সীমা থাকবে না। বেইজিংয়ের উইন্টার অলিম্পিক গত ২০ ফেব্রুয়ারি শেষ হয়। আর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, এই রিপোর্টে যে দাবি করা হয়েছে তা একেবারেই জল্পনা মাত্র। এর কোনো ভিত্তি নেই। এর উদ্দেশ্য চীনের ঘাড়ে দোষ চাপানো ও চীনের নিন্দা করা। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ