Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে জুয়ার আসর গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১০:৩৪ এএম

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের আড়ালে চলছে রমরমা জুয়ার আসর। সেখান থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনীর ওই কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে প্লট নং ২৭ এর চার তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচতলা ভাড়া নিয়ে নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে নামক প্রতিষ্ঠানটি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর পরিচালক মোঃ ইমরান হোসেন মিলন। নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রটি ব্যাবহৃত হয় অবৈধ কার্যকলাপের অভয়াশ্রম হিসেবে। কারণ উক্ত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অন্তরালে অনৈতিক কার্যকলাপের রমরমা কারবার চললেও পুলিশ সহসা একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে অভিজান চলাবেনা বলে তাদের ধারণা ছিলো। বুধবার রাত প্রায় সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উক্ত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে, জুয়ার আসর চলা অবস্থায় ৪ জন জুয়ারীকে গ্রেফতার করে। জানা যায় লোকচক্ষুর আড়ালে পুলিশের চোখ ফাকি দিয়া মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রকে নিরাপদ স্থান মনে করে এই অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে আসছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ