Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বিরুদ্ধে লড়বে না ব্রিটিশ সেনারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে যুক্তরাজ্যের সেনারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে না। এস্তোনিয়ার তাপা সামরিক ঘাঁটি পরিদর্শনের পর ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এবং এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। জনসন বলেছেন, ‘আমি সুস্পষ্টভাবে এ ব্যাপারে বলতে চাই, আমরা ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই করব না। আমরা যেমন ইউক্রেনের জনগণকে সমর্থন করি, তেমনি আমাদের জনগণ ও আমাদের মূল্যবোধকে রক্ষা করার জন্য আমাদের অংশীদারিত্বপূর্ণ সহনশীলতা জোরদার করতে হবে। এগুলো প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়, যেটি ৭০ বছরেরও বেশি সময় ধরে ন্যাটোর নির্যাস ছিল।’ সম্প্রতি ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে জনসন জানান, এসব সেনাকে ইউক্রেনে নয়, বরং ন্যাটো সীমান্তগুলোতে মোতায়েন করা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ