Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় পরপর তিনদিন অগ্নিকান্ড, আজ বস্তি পুড়ে ছাই

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৩:৪৫ পিএম

খুলনা মহানগরীর মুজগুন্নি উত্তপাড়ায় আরাফাত মসজিদ সংলগ্ন গলির একটি বস্তিতে আগুন লেগে কমপক্ষে ৯ টি ঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

খালিশপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরদার জানান, বস্তিতে ১৮টি পরিবার রয়েছে। দুপুর সাড়ে ১২ টায় বস্তির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। এরপর তা দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮ টি পরিবারের ৯ টা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

এর আগে মঙ্গলবার রাতে নগরীর লবনচরা এলাকার বাজারে অগ্নিকান্ডে রাইস মিলসহ ৬ টি ঘর পুড়ে যায়। সোমবার জনাকীর্ণ পিকচার প্যালেস মোড়ে রহিমা শপিং কমপ্লেক্সে আগুন লাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ