মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্ত্রীর চরিত্র যাচাই করতে একসময় বন্ধুকে পাঠিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার জীবনে একাধিক রহস্য রয়েছে। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন ১৮ বছরের এক তরুণী। নেটিজেনদের ক্ষোভ লুইজা রোজোভা নামক ওই অষ্টাদশী নাকি পুতিন ও তার প্রেমিকার সন্তান।
আর এরপরেই তোপের মুখে পড়েছেন লুইজা। তার ইনস্টাগ্রাম পোস্টে একের এক এক কমেন্টের বন্যা। একজন লিখেছেন, "কোনও বাঙ্কারে ইঁদুরের মতো লুকিয়ে রয়েছ বুঝি?" অপর এক নেটিজেন সরাসরি তোপ দেগে বলেছেন, ‘যখন ইউক্রেনে এত মানুষ মারা যাচ্ছে তখন কীভাবে আরামে জীবন যাপন করছেন আপনি?’ উল্লেখ্য, লুইজা রোজোভার মায়ের উল্কা উত্থান অনেকেরই চোখ কপালে তুলেছিল। জানা যায়, তার মা স্বেতলানা ক্রিভোনোগিখ পেশায় একজন ঝাড়ুদার ছিলেন। কিন্তু, এরপরেই রাশিয়ার একটি ব্যঙ্কের মালিকানা চলে আসে তার হাতে।
গরীব থেকে রাতারাতি কয়েক মিলিয়নের মালিক হয়ে যান তিনি। তবে তার মেয়ে যে পুতিন এবং তার সম্পর্কের থেকে প্রাপ্ত উপহার তা অবশ্য প্রকাশ্যে কখনও তিনি স্বীকার করেননি। কিন্তু, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনরা। তারা তাকে খুনীর সন্তান বলে তোপ দাগছেন। এদিকে ওই তরুণী অত্যন্ত সুন্দরী। তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। তার মা বর্তমানে একটি বিলাসবহুল অট্টালিকার মালিক। এতদিন পর্যন্ত যে নেটিজেনরা তার রূপের প্রশংসা করে ক্ষান্ত হত না, তারাই এখন কর্কশ স্বরে তোপ দেগেছে। যদিও এই তরুণী কোনও পোস্টেরই জবাব দেননি।
পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার একটি বিলাসবহুল গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছিলেন বলে সূত্রে খবর। রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভে দাবি করেছেন, পুতিনের পরিবার যে বাঙ্কারে রয়েছে তা পরমাণু হামলা থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনায়কের ব্যক্তিগত জীবন চলচ্চিত্র জগতের কোনও স্ক্রিপের থেকে কম নয়। তিনি দীর্ঘদিন ‘স্পাই’ হিসেবে কাজ করেছেন। তার জীবনে বহু রঙিন অধ্যায় রয়েছে। নিজের বর্তমান স্ত্রীকেও একসময় বিশ্বাস করে উঠতে পারেননি পুতিন। তার চরিত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন এক বন্ধুকে। পুতিন ঘরনি অবশ্য সব পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। সূত্র: দ্য ইউকে মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।