বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
![img_img-1735173049](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678506381_AD-1.jpg)
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুঞ্জনগর বাজারে অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে গেছে। বুধবার (৩ মার্চ) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিশ্চিত করেন।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের বিদুৎতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছায় ও ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান গনমাধ্যম কে জানান,
রাত সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই ও ১ ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারনা করা হয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
কুঞ্জনগর বাজার কমিটির সভাপতি আলম বেপারী গনমাধ্যম কে বলেন, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি ততক্ষণে বাজারের ১১ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মতন মালামাল ক্ষতি হয়েছে । ধারনা করা হচ্ছে বাজারের শ্যামলের লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।