Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরায়েলি সৈন্যরা তরুণীসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১১:০৫ এএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পাখির মতো গুলি করে অন্তত ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন আরও দুই জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন তরুণী ও দুই জন যুবক।

দুটি ভিন্ন ঘটনায় এসব ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে, আম্মার শফিক আবু আফিফা বেত ফাজার শহরের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আফিফা অধিকৃত পশ্চিম তীরের হেবরনের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

এছাড়া উত্তর পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের সময় গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ।

ইসরায়েলি সীমান্ত পুলিশের দাবি, জেনিন শরণার্থী শিবিরে সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে প্রবেশ করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে গুলি চালানো হয়। এর জবাবে পাল্টা গুলি চালানো হয়।



 

Show all comments
  • tariqul islam ২ মার্চ, ২০২২, ১২:০৫ পিএম says : 0
    where is now international law, human rights, Eu, usa , european leg leacker of usa ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ