মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বব্যাপী তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি সরবরাহের সংকটও দেখা দিতে পারে। এমন অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সদস্য দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দিতে সম্মত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইইএ একটি প্যারিস-ভিত্তিক আন্তঃসরকারি সংস্থা, যারা তেল নীতির পরামর্শ দেয়। এর সদস্য দেশ ৩১টি। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয়ান ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, জাপান অন্যতম।
তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জ্বালানি সরবরাহের সমস্যার আশঙ্কা দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আইইএ বিশ্বের তেলের বাজারে একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী বার্তা পাঠাতে চাচ্ছে যে, রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যে সরবরাহে কোনো ঘাটতি হবে না। এ কারণেই সবাই মজুদ ছেড়ে দিতে সম্মত হয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘আজকের ঘোষণাটি বিশ্বজুড়ে অংশীদারদের ইউক্রেনে রাশিয়ার বিনা প্ররোচনা ও অন্যায় আগ্রাসনের নিন্দা জানানোর আরেকটি উদাহরণ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।