পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ডব্লিউআইইএফ এবং এসইএসিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আঞ্চলিক সহযোগিতা ও পরিবর্তনের অর্থনীতি বিষয়ে ‘ঢাকা গোলটেবিল বৈঠক-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ডাব্লিউওয়াইইএফ’র তান সিরি ওয়ান মোহাম্মদ জাহিদ।
অনুষ্ঠানে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ পরিবেশ সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়। চারটি সেশনে বক্তারা অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, সরকারি ও বেসরকারি সেক্টরের সহযোগিতা, বিশ্বব্যাপী দ্রুত উন্নয়নে ইসলামী অর্থনীতির বিভিন্ন দিকের বাস্তবায়নের সুযোগ সৃষ্টি ও বাস্তবায়নের উপর জোর দেন। আধুনিক প্রযুক্তির উন্নয়নের যুগে হালাল শিল্পের বিকাশ ও অর্থনৈতিক কার্যক্রম নিয়েও সেখানে আলোচনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।