Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৮:৫১ এএম

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুঠোফোনে কল করে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি৷ হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ইয়ামিন৷ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ৷

মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় এই জিডি করেন বিন ইয়ামিন মোল্লা৷ এতে উল্লেখ করা হয়েছে, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এক অজ্ঞাত ব্যক্তি তার মুঠোফোনে কল করেন৷ ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেন ও অকথ্য গালিগালাজ করেন৷ একইসঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককেও দেখে নেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি৷ আগামীতে কোনো কর্মসূচি করলে হামলা চালানোরও হুমকি দেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি৷

বিন ইয়ামিন মোল্লা বলেন, মুঠোফোনে কথোপকথনের একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বলেছেন, তার নাম আদনান আল রাব্বী আর বাবার নাম মুনীর৷ তিনি আরও জানিয়েছেন, তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে৷ হুমকির ঘটনায় মামলা করতে শাহবাগ থানায় গিয়েছিলাম৷ পুলিশ আমার অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছে৷'

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, এই অভিযোগের বিষয়ে আমরা আদালতের অনুমতি চাইব৷ অনুমতি পেলে তদন্ত ও গ্রেপ্তার বাদে মামলার প্রক্রিয়ায় যাব৷

ইয়ামিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত৷ সভাপতি হওয়ার আগে তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন৷ ২০১৯ সালে স্যার এ এফ রহমান হল সংসদে পরিষদের প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী ছিলেন তিনি৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ