Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিনি ও ফরাসিদের রাশিয়া ছাড়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ান এয়ারক্র্যাফটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই নিজ দেশের নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রন্স ও যুক্তরাষ্ট্র। রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও ফ্রেঞ্চ মিনিস্ট্রি ফর ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এ নির্দেশনা জারি করে। একইসঙ্গে ফ্রান্স সরকার নাগরিকদের বেলারুশ সফর না করারও আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস এক নির্দেশনায় জানায়, প্রতিদিন রাশিয়া থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। অনেক দেশ রাশিয়ার বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিচ্ছে। তাই বাণিজ্যিক বিমান চলাচলরত অবস্থাতেই মার্কিন নাগরিকদের উচিত রাশিয়া ত্যাগ করা। এদিকে ইউরোপের আকাশসীমায় রাশিয়া ও বেলারুশের বিমান চলাচল নিষিদ্ধ হওয়ার পরপরই নিজ দেশের নাগরিকদের দেরি না

করে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ফ্রান্স। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ