Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভে রুশ অগ্রযাত্রার সাফল্য সামান্য : যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:১১ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রুশ বাহিনীর অগ্রযাত্রা ২৪ ঘণ্টায় খুব সামান্য সাফল্য পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সামরিক গোয়েন্দাদের সর্বশেষ তথ্যে বলা হয়েছে সামরিক সরঞ্জামজনিত জটিলতায় রুশ বাহিনীর অগ্রযাত্রা ব্যহত হচ্ছে। ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, কিয়েভের উত্তরাঞ্চলে কামানের গোলার ব্যবহার বাড়িয়েছে রুশ বাহিনী। সামরিক গোয়েন্দাদের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিয়েভে রাশিয়ার অগ্রযাত্রা বিগত ২৪ ঘণ্টায় সামান্য সফলতা পেয়েছে। সম্ভবত এটি চলমান সামরিক সরঞ্জামজনিত জটিলতার ফলাফল।’ ব্রিটিশ বিবৃতিতে বলা হয়, ‘কিয়েভের উত্তরে, খারকিভের আশেপাশে এবং চেরনিহিভে রুশ বাহিনী কামান ব্যবহার বাড়িয়েছে। ঘনবসতির শহুরে এলাকায় তীব্র গোলাবর্ষণ বেসামরিক মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ পেতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এতে রাতের অভিযান বাড়িয়ে ক্ষয়ক্ষতি কমাতে চাইছে রাশিয়া।’ তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে সক্ষম হয়নি বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ