Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৭:৩০ পিএম

ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তার দেশে এখন যা হচ্ছে তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।

“আমাদের কেউ মচকাতে পারবেনা কারণ আমরা ইউক্রেনিয়ান,” ভিডিও কলে যোগ দিয়ে তার ভাষণে বলেন মি জেলেনস্কি। তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।

ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে মি জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে রয়েছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।”

দুদিন আগে মি জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ