বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলায় নাজিরা বাজার এলাকার বাইতুর রহমান জামে মসজিদের ভেতরে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ওই যুবকের নাম সোলাইমান। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনসূত্রে জানা যায়, সেলিম মিয়ার ছেলে আহত সোলাইমান পেশায় গাড়ির চালক। ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন তিনি। সোমবার মাগরিবের পর মসজিদে ছিলেন।
আগে থেকেই কয়েক যুবক মসজিদের বাইরে অবস্থান নেন। পরে তারা সুযোগ বুঝে মসজিদের ভেতরে ঢুকে সোলাইমানকে কুপিয়ে জখম করেন।
ঘটনার পরপরই মুসল্লিদের সহযোগিতায় স্থানীয়রা আহত সোলাইমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ‘পূর্বশত্রুতার জেরে’ এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন আহতের স্বজনরা।
কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ছুরিকাহত সোলাইমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এখন আশঙ্কামুক্ত।
ওসি আলমগীর বলনে, ‘ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান চলছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।