মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শেয়ার তুলেছে বিপি
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ইউক্রেনে অভিযানের পরে বিপি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা রোসনেফ্টে তার শেয়ার তুলে ১৯.৭৫% কমিয়েছে। অভিযানের পর থেকে তেলসমৃদ্ধ দেশটি যুক্তরাজ্য সরকারের চাপের মুখে পড়ে। যুক্তরাজ্য ২০১৩ সাল থেকে রাশিয়ান কোম্পানিতে শেয়ারহোল্ডিং ধরে রেখেছে বলে জানিয়েছে। এদিকে নরওয়েজিয়ান এনার্জি জায়ান্ট ইকুইনোর বলেছে, তারা রাশিয়ায় তাদের যৌথ উদ্যোগ থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করবে। বিবিসি।
কারফিউ প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য মতে, ইউক্রেনের প্রায় সব জেলাতে এখনও রুশ সৈন্যদের সাথে লড়াই চলছে। এরমধ্যেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। এর ফলে মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা। বিবিসি।
ব্যক্তিগত ব্যবস্থায়
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ বলে মনে হলে ‘ব্যক্তিগত ব্যবস্থায়’ দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বর্তমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত’ বলে অভিহিত করেছে। এবং ইউক্রেন ছাড়তে কোন পথ বেছে নেওয়া হচ্ছে, তা ‘সতর্কভাবে বিবেচনার’ আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে দূতাবাসটি বলছেÑ ইউক্রে ছাড়ার পথগুলোর বেশির ভাগই যানজটপূর্ণ। কিছু পথ যুদ্ধ ও অভিযানের ঝুঁকিতে রয়েছে। আর, অন্য পথগুলোতে থাকা সেতু, সড়কসহ বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিবিসি।
মদ বিক্রিতেও
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর কারণে পশ্চিমা বিশ্বের সব ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে। সম্প্রতি একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এবার দেশটির মদ বিক্রিতেও বিধিনিষেধের খবর পাওয়া গেলো। যুক্তরাষ্ট্র ও কানাডা রোববার দুই দেশই নিষিদ্ধ করেছে রাশিয়ান মদ বিক্রি। দুই দেশের মদের দোকান ও বারে আর মিলবে না রাশিয়ার এ জনপ্রিয় পানীয়। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনো মদ আর সেখানে বিক্রি করা যাবে না। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট।
ম্যাক্সিকোতে নিহত ১৭
ইনকিলাব ডেস্ক : ম্যাক্সিকোতে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালালে ১৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির মিচুয়াকেন প্রদেশের সান জোসে ডি গ্রাসিয়া শহরে রোববার এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হুট খোলা জিডে অস্ত্র হাতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এসেই এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশ বলছে, দুই গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে এ বন্দুক হামলা হয়েছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।