Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় শপিং কমপ্লেক্সে আগুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম

খুলনা মহানগরীর ডাকবাংলো এলাকায় র‌হিমা শপিং কম‌প্লে‌ক্সের চতুর্থ তলার এক‌টি দোকা‌নে অগ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টেছে। দ্রুত অগ্নি নির্বাপন করায় ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পুরো শপিং কমপ্লেক্সটি। আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দি‌কে র‌হিমা কম‌প্লে‌ক্সের চতুর্থ তলার এক‌টি অনলাইন ভি‌ত্তিক পণ্য বেচা‌কেনার দোকানে এ অগ্নিকান্ড ঘটে। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ঘটনা শু‌নে দ্রুত মা‌র্কেটে আ‌সে। আগু‌নের সংবাদ পে‌য়ে মা‌র্কেটের সকল দোকান বন্ধ ক‌রে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ওই দোকান থে‌কে ধোয়া বের হতে দেখে পাশের দোকা‌নের এক কর্মচারী চিৎকার করে। পরে ওই মা‌র্কেটের ক‌য়েকজন সদস্য মি‌লে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। তারা ওই দোকান ঘ‌রের তালাও ভে‌ঙ্গে ফে‌লে। দুপুর ২ টা ৫০ মি‌নি‌টের দি‌কে এ‌সে আগুন নেভা‌নোর কাজ শুরু ক‌রে ফায়ার সা‌র্ভিস‌ সদস্যরা।
ফায়ার সা‌র্ভিস খুলনার সহকা‌রী প‌রিচালক মো আসাদুজ্জামান ব‌লেন, আগু‌নের তীব্রতা অ‌নেক ছিল। ঘটনাস্থ‌লে যাওয়ার রাস্তা অ‌নেক সরু হওয়ায় আগুনের কা‌ছে পৌছা‌তে বেগ পেতে হয়। ফায়ার সা‌র্ভিসের নয়টি ইউ‌নিট আধাঘন্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ