বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগনেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রাম থেকে গতকাল রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। মামলা দায়েরের পর তিন দিন আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার ছাত্রলীগনেতা সোহেল রানার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়। এর পরেই আত্মগোপনে চলে যান তিনি। এরপর প্রভাবশালী নেতাদের মাধ্যমে ওই কিশোরীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল চট্টগ্রাম থেকে সোহেলকে গ্রেপ্তার করে রাজধানীর মিরপুরে র্যাব-৪-এর কার্যালয়ে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন সোহেল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, র্যাব ধর্ষণ মামলার আসামি সোহেল রানাকে থানায় হস্তান্তর করেছে। সাত দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার বাদী ওই কিশোরীর মা অভিযোগ করে জানান, মামলা দায়েরের পর থেকেই ছাত্রলীগনেতা সোহেল রানার পক্ষ থেকে তাঁদের চাপ প্রয়োগ করা হচ্ছিল। এ ছাড়া প্রভাবশালীরা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপস-মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।