Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইফট ব্যাংকিং সেক্টরে ৮০% সম্পদ জব্দ হতে পারে রাশিয়ার

পুতিন, ল্যাভরভের সম্পদ জব্দ করবে ইউরোপিয়ান ইউনিয়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপে যেসব সম্পদ জমা করেছেন, তা জব্দ করবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউয়ের একজন কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে ইউরোপে পুতিন বা ল্যাভরভের কি পরিমাণ সম্পদ জমা আছে বা বড় দাগে কোনো সম্পদ আছে কিনা তা স্পষ্ট নয়। সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হলো ব্রাসেলসভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের একটি সুরক্ষিত নেটওয়ার্ক। ইউক্রেনে হামলা বন্ধ না হলে সুইফটের লেনদেনে নিষিদ্ধ হতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং সেক্টরে ৮০ শতাংশ সম্পদ জব্দ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপান রাশিয়ার ব্যাংকিং খাতে প্রায় ৮০ শতাংশ সম্পদ জব্দ এবং নিষেধাজ্ঞার বাড়তি সতর্কতা দিয়েছে। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক অর্থপ্রদানের জন্য মূল নেটওয়ার্কের বাইরে দেশটিকে আটকানোর বিকল্পটি এটি। এই পদক্ষেপের কারণে উচ্চ-প্রযুক্তি এবং দ্বৈত-ব্যবহারিক পণ্য রপ্তানিতে বেশ কয়েকটি দেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাধার মুখে পড়বে রাশিয়া। চীনের হুয়াওয়ে টেকনোলজির বিরুদ্ধে ওয়াশিংটনের ২০২০ সালের পদক্ষেপের মতো আমেরিকান প্রযুক্তিতে তৈরি পণ্যগুলোর ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আর্থিক ব্যবস্থাপনায় বিশ্ব অর্থনীতির অংশ হতে ডলার, ইউরো, পাউন্ড এবং ইয়েনে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়ার ক্ষমতাকে সীমিত করে ফেলবে। কিন্তু মস্কোর কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। এখন প্রশ্ন উত্থাপন হতে পারে যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে এরপর কি পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র এবং তাদের সমমনা দেশগুলো। তাহলে কি সুইফট মেসেজিং নেটওয়ার্ক থেকে বাদ পড়বে রাশিয়া? স্থানীয় সময় শুক্রবার ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এ ধরনের পদক্ষেপকে ‘আর্থিক পারমাণবিক অস্ত্র’ বলে অভিহিত করেছেন। লন্ডন রিসার্চ সেন্টারের ডাইওয়া ইনস্টিটিউট অব রিসার্চ সেন্টারের প্রধান ইয়াসুও সুগেনো বলেছেন, নিষেধাজ্ঞা আরো কঠোর করার সুযোগ এখনও আছে। এরই মধ্যে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলো। এসবের মধ্যে রয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, এসবার, যার একশ মিলিয়ন বা ১০ কোটি গ্রাহক রয়েছে। এছাড়া ভিটিবি ব্যাংক, যেটি সামরিক সেক্টরের সব লেনদেন সম্পন্ন করে থাকে। জাপানের নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক ভিইবিআরএফ, রাষ্ট্রসমর্থিত ব্যাংক, প্রোমসভে, যা রাশিয়ার প্রতিরক্ষা খাতে অর্থায়ন করে এবং ব্যাংক রোসিয়া, যার জাপানের সঙ্গে লেনদেন রয়েছে। যুক্তরাজ্যও দেশটির সব ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যমতে, রাশিয়ান ব্যাংকগুলো প্রতিদিন প্রায় ৪৬ বিলিয়ন বৈদেশিক মুদ্রার লেনদেন করে, যার ৮০ শতাংশ ডলারে চিহ্নিত করা হয়। এসবার ব্যাংক এবং ভিটিবি ডলারে লেনদেন করতে কঠোর বিধিনিষেধের মুখে পড়বে। রাশিয়া আর আমেরিকান ব্যাংকের মাধ্যমে ইউরোপীয় এবং জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে ডলারে লেনদেন করতে পারবে না। জাপানের শীর্ষ এক ব্যাংক কর্মকর্তা বলেন, রাশিয়াকে বাণিজ্যিক অর্থপ্রদানের জন্য অন্যান্য উপায় খুঁজে বের করতে হবে। নিষেধাজ্ঞার আওতায় পড়ে না এমন ছোট আঞ্চলিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যবসা করার জন্য সুইচ উদ্বুদ্ধ করতে পারে। রাশিয়ার ওপর এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ব্যক্তি এবং ব্যবসার অন্যান্য মুদ্রায় প্রবেশাধিকার সীমিত করা। রুবলের ওপর চাপ সৃষ্টি করা এবং এর ফলে রাশিয়ান অর্থনীতি বাধাগ্রস্ত হবে। একটি দুর্বল মুদ্রা আমদানিকে ব্যয়বহুল করে তোলে, মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করে, যা ইতিমধ্যে রাশিয়ায় ৮ শতাংশে পৌঁছেছে। বৃহস্পতিবারও রুবল ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য বলছে, ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞা প্রতিরক্ষা, মহাকাশ এবং সামুদ্রিক খাতগুলোকে লক্ষ্য করে দেওয়ার হচ্ছে। যেখানে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্প, টেলিকমিউনিকেশন এবং অ্যাভিওনিক্সের (বিমানের উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ককপিট যন্ত্রাংশ,নেভিগেশন, রাডার ও যোগাযোগ ব্যবস্থা, অ্যাভিওনিক্সের আওতায় পড়ে) মতো পণ্য রপ্তানির জন্য অনুমোদনের প্রয়োজন হয়। মার্কিন বাণিজ্যিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাগুলোর বেশিরভাগই বহির্মুখী। সাধারণত অন্যান্য দেশের মধ্যে লেনদেনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যদি পণ্যগুলোতে মূল্য অনুসারে ২৫ শতাংশ আমেরিকান সামগ্রী থাকে। তবে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রদের নিষেধাজ্ঞাগুলো বেশিরভাগই রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নিক্কেই এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ