Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় আবৃত্তি নিয়ে মুক্তাক্ষর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫১ পিএম

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় আজ শনিবার ২৬ ফেব্রুয়ারি। একদিনের বইমেলার আয়োজন করে প্রথম আলো বন্ধু সভা সিলেট। সকাল থেকে বইমেলা চললেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বিকেল বেলা। বিকেল সাড়ে ৩টায় প্রথম আলো বন্ধু সভার সদস্যরা জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের নাম ঘোষণা হয়। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলাম এর বেশ কিছু কবিতা নিয়ে 'মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ' নির্মাণটি মঞ্চে উপস্থাপন করা হয়। কণ্ঠধ্বনিতে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের বিথি, পিউ, হিমেল, পূজা, সুচিত্রা, শুচি, ত্রিপর্ণা, মণিষা, মন্ত্র ও ঐশিকা। বইমেলার দর্শক-শ্রুতা ও বই প্রেমিদের পদচারণায় আয়োজনের সার্থকতা ফুটে উঠে আগত শিশু কিশোর ও অভিভাবকদের চোখে মুখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ