Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা সরকারের অর্থের অভাব নেই, সিলেটে প্রতিমন্ত্রী ডা: এনামুর এমপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৯ পিএম

ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, দক্ষিণ সুরমার রাখালগঞ্জ, ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তার কাজ আগামী বর্ষা মৌসুমে পূর্বে শুরু করা হবে। স্বাধীনতার ৫০ বছর পরও এ রাস্তাটির জন্য জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্থের অভাব নেই। এ রাস্তা নির্মাণ করতে যত কোটি টাকা লাগে ঢাকায় গিয়ে এক সপ্তাহের মধ্যে রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু করব আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন দেশের কোথাও কোন রাস্তা অবহেলিত না থাকে সেজন্য প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব আমি সব সময় পালন করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি শনিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ থেকে ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তা পরিদর্শন শেষে ইলাশ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সানর মিয়ার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করছিলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, দক্ষিণ সুরমা উপজেলার অবহেলিত এই গ্রামগুলোকে উন্নয়নের আওতায় আনতে নির্বাচনের পূর্বে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি স্ব-চোখে দেখে রাখালগঞ্জ, ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তা নির্মাণ করার আশ্বাস প্রদান করায় আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেরা নির্বাহী কর্মকর্তা স্মৃগ্ধা তালুকদার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিতুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী, যুবলীগ নেতা মনসুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল বাছিত বাবুল, ইউপি সদস্য ইরা মিয়া, খসরুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ