বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রযুক্তির সহায়তা নিয়ে পাশর্^বর্তী শাখারীকাঠি গ্রাম থেকে তাকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে। ধর্ষক এজাজুল মোল্লা উপজেলার কলমিবুনিয়া গ্রামের আব্দুল কাদের মোল্লা ছেলে।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে শুক্রবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই ছাত্রীর পিতা জানান, বৃহস্পতিবার রাতে তিনি ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে' ঘরে ঢুকে তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে তিনি বাড়িতে এসে স্থানীয় গ্রামপুলিশ ও ইউপি চেয়ারম্যান সহায়তায় তার মেয়েক বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জানান, মামলা দায়ের আগেই প্রযুক্তির সহয়তা নিয়ে পাশ্ববর্তী শাকারীকাঠি গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা এজাজুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ভিকটিমের বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।