বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। হালিশহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। শনিবার দুপুরে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ আলমগীর হোসেন (৩৭), মোঃ নাহিদুল ইসলাম নাহিদের (২০)
কাছ থেকে একটি কালো রংয়ের বাজাজ কোম্পানীর চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় কিনারা গ্রামে মান্নানের দোকান থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানাধীন নেতরা গ্রাম থেকে মোঃ বাবুল মিয়া ওরফে বাবলু মিয়ার(৩৪) বসত ঘরের বারান্দা থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও অভিযান পরিচালনা করে আব্দুল মালেক সোহাগকে (২৫) গ্রেফতার করে এবং আরও ১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।