মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংকট সমাধানে বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এই নিন্দা জ্ঞাপন করেন। সউদী সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইসরায়েল এই হামলার নিন্দা জানায়।’
রাশিয়া-ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে লাপিড বলেন, ‘এখনো সময় আছে যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরে বিশ্বশক্তিগুলোর সহায়তায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার।’
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের জনগণকে সমর্থন করে একটি বার্তা পাঠিয়েছেন। তবে তিনি সরাসরি রুশ হামলার নিন্দা করেননি।
গত বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় বেনেট বলেন, ‘অন্য সবার মতো আমরাও ইউক্রেনের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। এই কঠিন ও মর্মান্তিক মুহূর্তে আমরা ইউক্রেনের নাগরিকদের পাশে আছি। তারা নিজেরা কোনো অপরাধ না করলেও তাদের এই যুদ্ধে জোর করে টেনে নামানো হয়েছে।’ সূত্র : আল আরাবিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।