বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিজের ঘরের সামনে গুলিতে নিহত হয়েছেন এক কৃষক। জানা যায়, খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়া নামক এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম তন বিহারী চাকমা (৫৫)। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তন বিহারী চাকমা সাতভাইয়া পাড়ার বাসিন্দা।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।