Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন সংকটে রাশিয়ার পক্ষে যেসব দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৬ পিএম

ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এর একদিকে আছে রাশিয়া, যারা ইউক্রেনের সীমান্তে সোয়া লাখ খানেক সৈন্য সমাবেশ ঘটিয়েছে বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো। এর পাল্টা নেটো জোটও তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে।

তবে এরইমধ্যে বেশ কিছু দেশ রাশিয়ার প্রতি নিজের সমর্থন জানিয়েছে। রাশিয়া পূর্ব ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। দেশটির এমন সিদ্ধান্তকে মঙ্গলবার সমর্থন দিয়েছে সিরিয়া ও নিকারাগুয়া। তবে তারাও এই অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া যদিও তাদেরকে অনুসরণ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

এদিকে কিউবার শাসক দল কমিউনিস্ট পার্টিও রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে। তারা পশ্চিমাদের অভিযুক্ত করে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা যুদ্ধ পরিচালনা করছে পশ্চিমা দেশগুলো।

এর আগে উত্তর কোরিয়ার তরফ থেকে এ অঞ্চলে মার্কিন কার্যক্রমের নিন্দা জানানো হয়। দেশটি যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে বলে, রাশিয়াকে বিচ্ছিন্ন ও দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্রের যে শত্রুভাবাপন্ন নীতি রয়েছে তা বর্জন করতে হবে। এছাড়া প্রথম থেকেই ইরানি গণমাধ্যমগুলো ইউক্রেন সংকটে রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ভাষায় সংবাদ প্রচার করে আসছে। তবে পশ্চিমের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও চীন এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। দেশটি সরাসরি কোনো পক্ষকে সমর্থন দেয়নি। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ