Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকা নেই তেল কেনার, সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৪ পিএম

কয়েক বছর ধরে নানা কারণে ধুঁকছে অর্থনীতি। তার উপরে করোনায় পর্যটন শিল্প প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার জের পড়েছে বিদেশ থেকে আসা আয়ে। এই পরিস্থিতিতে এ বার ফুরিয়ে গেল শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা ভান্ডারও।

অবস্থা এতটাই সঙ্গীন যে, দু’টি জাহাজে করে বাইরে থেকে তেল এলেও, ডলারের অভাবে তা হাতে নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তেলমন্ত্রী উদয় গমনপিলা। সরকারের বেঁধে দেওয়া দরে ডিজেল বেচতে গিয়ে সমস্যায় পড়ছে সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা কেলন পেট্রলিয়াম কর্পোরেশন। ২০২১ সালে লোকসান হয়েছে ৪১.৫ কোটি ডলার।

সংস্থার দাবি, এই মুহূর্তে হাতে তেল কেনার অর্থ নেই। মন্ত্রী জানান, দেড় মাস ধরেই সরকারকে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তিনি। তার মতে, এখন অবস্থা সামাল দিতে পাম্পে তেলের দর বাড়ানো ছাড়া উপায় নেই। কমানো উচিত তার আমদানি শুল্কও।

চলতি মাসের শুরুতে ইন্ডিয়ান অয়েলের থেকে ৪০ হাজার টন ডিজ়েল ও পেট্রল কিনেছে শ্রীলঙ্কা। কিন্তু শুধু তেলই নয়। খাদ্য-সহ অত্যাবশ্যক পণ্য ক্রমশ ফুরোচ্ছে। জানুয়ারিতে মূল্যবৃদ্ধি ছুঁয়েছে রেকর্ড ২৫ শতাংশ।

দেশটির বিদেশি মুদ্রা ভান্ডার বাড়াতে ও খাদ্যপণ্য আমদানি করতে ৯০ কোটি ডলারের ঋণ দেওয়ার কথা বলেছে ভারত। এ মাসে জানিয়েছে ৫০ কোটি ডলারের ঋণের পথ খোলার কথাও। অবস্থা কী দাঁড়ায়, এখন তাতেই চোখ সকলের। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • jack ali ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৪ পিএম says : 0
    খুব ভালো তোরা মুসলিমদেরকে পরে অত্যাচার করিস আল্লাহ তাদেরকে ধ্বংস করুক>>>> আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ