Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘হাহাকার’ সিনেমায় সাইমনের বিপরীতে প্রিয়মনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২০ এএম

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিকের নায়িকা হলেন প্রগতিশীল অভিনেত্রী প্রিয়মনি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘হাহাকার’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় নিজেদের কেমিস্ট্রি দেখাবেন এই জুটি।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সাইমনের সঙ্গে আমার কাজের বন্ডিংটা ভালো। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। আশা করছি আবারও ভালো কিছু করতে পারবো। আর প্রিয়মনিকে স্বাগত জানাচ্ছি। সে খুবই পরিশ্রমী একজন আর্টিস্ট। নতুনদের মধ্যে ভালো করছে। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে তার মধ্যে। আমার বিশ্বাস, সাইমন-প্রিয়মনি জুটি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করতে পারবে।’

‘হাহকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘‘১০ দিন আগে ‘হাহাকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে আমার কম্বিনেশন অনেক ভাল। আশা করছি ভাল একটা কাজ উপহার দিতে পারবো। এটুকু বলতে পারি ভাল একটা গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘হাহাকার’।’’

প্রিয়মনি বলেন, ‘‘কয়েকদিন আগে ‘হাহাকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। মানিক ভাইয়ের পরিচালনায় ও সাইমন ভাইয়ের বিপরীতে অভিনয় করবো। দুজনের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’’

তিনি আরো বলেন, ‘‘আমি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করি। সবসময় এক ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী নই। এতে দর্শকরা নতুনত্বের স্বাদ থেকে বঞ্চিত হবেন। দর্শকের মনে জায়গা করে নিবে এমন সিনেমায় কাজের প্রচেষ্টা থাকবে।’’

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে 'হাহাকার' সিনেমার দৃশ্যধারণ করা হবে।

ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন প্রিয়মনি। যদিও সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে প্রিয়মনি অভিনীত অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি। অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গেল এক মাসেরও বেশি সময় ধরে ব্যস্ত ছিলেন সাইমন। সেই ব্যস্ততা কাটিয়ে অপূর্ব রানার ‘জলরঙ’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। এবার চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ