Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের অভিযোগে কালিগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক গ্রেফতার

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০১ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে(৪০) অপহরণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল। এর আগে রবিবার ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

গত শনিবার রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন কলেজ ছাত্রীর বাবা সাইদুর রহমান। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারী এক কলেজ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করেন এমন অভিযোগ তুলে ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান (৫২) থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুল জানান, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি দুপুরে শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকায় তার আত্মীয়র বাড়ি থেকে জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ