Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সমগ্র ইউরোপে ইউক্রেন-রাশিয়া সঙ্কট নিয়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। আক্রমণের কোনো অভিপ্রায় নেই বলে রাশিয়া বারবার যুদ্ধের শঙ্কা নাকচ করলেও কয়েক দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে দাবি করেছে ওয়াশিংটন। এহেন পরিস্থিতিতেই নানা ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মস্কো। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রও।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের মধ্য দিয়ে সঙ্কটের সূচনা হলেও দিন দিন তা বেড়েই চলেছে। রাশিয়াকে ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোও পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করেছে। নানা পক্ষের মধ্যে দফায় দফায় কূটনৈতিক বৈঠক হলেও আসেনি কোনো সমাধান।
স্থানীয় সময় গতকাল শনিবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ক্রেমলিনের একটি কক্ষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বসে আছেন। তাঁদের সামনেই একাধিক স্ক্রিনে হাইপারসনিক, ক্রুজ ও পারমাণবিক বোমাবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও দেখানো হয়।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ছোড়া ক্ষেপণাস্ত্রের সব কটিই লক্ষ্যে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বাইরেও টিইউ-৯৫ বোমারু বিমান ও সাবমেরিন নিয়ে মহড়া চালানো হয়েছে।
এদিকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সঙ্গে চলমান সঙ্কটকে মেলাতে চাচ্ছে না রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ সশস্ত্র বাহিনীর প্রায় সব শাখায় এমন মহড়া চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার কৌশলগত রকেট ফোর্স থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় ও কৃষ্ণসাগরের মোতায়েন করা সামরিক বহরও। এ বহরে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রয়েছে।
তবে রাশিয়া যা-ই বলুক যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে হামলা চালাতে মনস্থির করে ফেলেছে মস্কো। মার্কিন তথ্য অনুযায়ী, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ ৫০ হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের যোগ করলে সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৯০ হাজারে।
ওদিকে বেলারুশে চলছে দেশটির সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়া। সেখানে প্রায় ৩০ হাজার রুশ সেনা অবস্থান করছে। আজ রোববার মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই সেনারা নিজ ঘাঁটিতে ফিরে যাবে বলে আশ্বাস দিয়েছে মস্কো। তবে ন্যাটোর উদ্বেগ, ইউক্রেনে হামলায় অংশ নিতেই ওই সেনাদের বেলারুশে রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিন ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন। যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।
পরদিন গতকাল একই কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ন্যাটোর সদস্যদেশ লিথুয়ানিয়ায় সফরকালে তিনি বলেন, হামলা চালানোর জন্য রুশ বাহিনী প্রস্তুত। আক্রমণের জন্য প্রয়োজনীয় অবস্থানে তাদের পাঠানো হচ্ছে। সূত্র : এএফপি।



 

Show all comments
  • Islam Islam ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৯ এএম says : 0
    রাশিয়া বিশ্ব শাসন করবে আর কয় বছর পর
    Total Reply(0) Reply
  • Saifulislam Saif ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৯ এএম says : 0
    শক্তি প্রদর্শন নয় বলেন যে মানুষ তার স্বজাতির ধ্বংস ত্বরান্বিত করছে...
    Total Reply(0) Reply
  • নূরুল আমীন রাসেল আহাম্মেদ ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪০ এএম says : 0
    শক্তি ঠেলায় রাশিয়া ভেঙে ১৭ টুকরো হয়েছে, তারপরও একটু শক্তি কমেনি।
    Total Reply(0) Reply
  • Md Parves Hossain ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪০ এএম says : 0
    আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই
    Total Reply(0) Reply
  • MD Year Ali Sikder ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪১ এএম says : 0
    সাম্রাজ্যবাদী আমেরিকার থেকে অনেক ভালো রাশিয়া
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ২০ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৫ এএম says : 0
    দেরি করে লাভ নেই নিজের ভুমি দখল করতে ভয় নেই,খাওয়ার জন্য কাউকে দিলেই সে শুইতে চায়,আজ কাল কাউকে উপকার করলে গলায় ছুরি দিয়ে থাকেন,ইউক্রেন কে রাশিয়া সায়ীতত্ত্ব শাসন দিয়েছে এখন গাড় মোটা হয়ে গেছে তাই এই পদক্ষেপ,এতে অন্য রাষ্ট্রের মাথা বেথা কি জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ