Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ লাখ লোক সরিয়ে নেবে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ক থেকে প্রায় ৭ লাখ মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মস্কোর সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা। ইতোমধ্যেই ইউক্রেনের বিচ্ছিন্ন ওই অংশ দুটি থেকে বাসে করে বেসামরিক সরিয়ে নেওয়া শুরু করেছে তারা। স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রী’ দোনেস্ক ও লুহানস্ক শুক্রবার ওই পরিকল্পনা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘোষণায় বলা হয়েছে, প্রথমে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হবে। কোনো প্রমাণ ছাড়াই দোনেস্কর বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিশ পুশিলিন বলেছেন, ইউক্রেন শিগগিরই এই দুই অঞ্চলে হামলা চালাবে এবং তার প্রস্তুতি নিচ্ছে তারা। লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী নেতারাও বলেছেন, হামলা পরিকল্পনার অংশ হিসেবেই ইউক্রেন গোলা ছোড়া বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন বলেছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই এলাকায় হামলার কোনো পরিকল্পনা এখন তাদের নেই। বিদ্রোহী নেতাদের ভাষ্যকে ‘রাশিয়ার অপপ্রচার’ আখ্যায়িত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুয়েলবা। দনবাস অঞ্চলের বেশিরভাগ বাসিন্দাই রুশভাষী, তাদের অনেকেই এর মধ্যে রাশিয়ার নাগরিকত্বও পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেন বলছে, দোনেস্ক ও লুহানস্কের শাসকরা বিচ্ছিন্নতাবাদী নয়, রাশিয়ার ‘প্রক্সি’। তাদের এ ভাষ্য প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মত সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলা বিনিময় হয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া দোনেস্কের স্বশাসিত দুটি অঞ্চল থেকে রাশিয়ায় আসা মানুষদের আশ্রয় ও খাবার দিতে রুশ সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেনে হামলার আশঙ্কায় উত্তেজনার মধ্যে ইউক্রেনের বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকার জনগণকে রাশিয়ায় সরে যেতে বলার পর পুতিন এই নির্দেশ দিলেন। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ক্রেমলিনের এক বিবৃবিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতির দায়িত্বে নিয়োজিত মন্ত্রীকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি তাকে দোনেস্ক থেকে আসা শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করতে বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মন্ত্রীকে জরুরি ভিত্তিতে অঞ্চলটিতে যাওয়ার এবং মানুষদের জন্য আশ্রয়, গরম খাবার ও চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, পুতিন ডনবাস থেকে আসা প্রত্যেক মানুষকে ১০ হাজার রুবল দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার আকস্মিকভাবে মস্কো সমর্থিত পূর্ব ইউক্রেনের এক বিদ্রোহী নেতা তাদের নিয়ন্ত্রিত এলাকায় থাকা বেসামরিক নাগরিকদের দক্ষিণপূর্ব রাশিয়ায় সরে যেতে বলেছেন। স্বঘোষিত ডনেটস্ক পিউপিল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। নারী, শিশু এবং বয়স্করা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান তিনি। সীমান্তে রুশ সেনা মোতায়েনের মধ্যে পূর্ব ইউক্রেনে পাল্টাপাল্টি মর্টার বর্ষণের ঘটনায় ওয়াশিংটন ও তাদের মিত্ররা আশঙ্কা করেছে ওই এলাকায় সহিংসতা বৃদ্ধিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। অঞ্চলটিতে বোমা বর্ষণ বাড়ায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ