Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুর ভেতরে ইয়াবা গ্রেফতার ৩ বোন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

এবার কচুর ভেতরে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় ৩ বোনকে গ্রেফতার করেছে র‌্যাব। জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিয়ামত আলী রোড থেকে গত বৃহস্পতিবার রাতে তাদের পাকড়াও করা হয়।
র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ওই ৩ বোন হলেন- ফাতেমা বেগম ওরফে আনোয়ারা, হালিমা বেগম ও আসমাউল হুসনা। তাদের বাড়ি কক্সবাজারে। অভিনব পদ্ধতিতে এই তিনজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসেন।
তাদের সঙ্গে থাকা সবজির ব্যাগ তল্লাশি করে কচুর ভেতর ১৮ হাজার ৬০ ইয়াবা পাওয়া যায়। ছুরি দিয়ে কচু কেটে ভেতর থেকে সব বের করে কৌশলে ইয়াবা রেখে আঠা দিয়ে আবার জোড়া লাগানো হয়েছিল। তার সঙ্গে রাখা হয়েছে টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি, যাতে ইয়াবা পাচারের বিষয়টি কেউ সন্দেহ করতে না পারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ